দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে one day international series-এ জয় ভারতের
শার্দুল ঠাকুর ৩৮ রানে ৩ উইকেট পান। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, দীপক হুডা। প্রত্যেকেইএকটি করে উইকেট পান।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে হারিয়ে দিল ভারত। মাত্র ২৫.৪ ওভারে জয়ের জন্য দরকারি রান তুলে নিলেন কে এল রাহুলরা। পাঁচ উইকেটে হেরে গেল জিম্বাবুয়ে (Zimbabwe)।
আজও টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় ভারতের অধিনায়ক কে এল রাহুল। কিন্তু ৩৮.১ ওভারে মাত্র ১৬১ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। ভারতীয়দের শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ের সামনে কিছুটা লড়লেন সিন উইলিয়ামস (৪২) ও রায়ন বুর্ল (৩৯ অপরাজিত)। শার্দুল ঠাকুর ৩৮ রানে ৩ উইকেট পান। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, দীপক হুডা। প্রত্যেকেই একটি করে উইকেট পান।
জিততে হলে করতে হবে ১৬২ রান, এই অবস্থায় ভারতের (India) ইনিংসের শুরুতেই ঝটকা লাগে। ব্যক্তিগত ১ রানে আউট হন অধিনায়ক কে এল রাহুল। এরপর শিখর ধাওয়ান (৩৩) এবং শুভমন গিল (৩৩) ভারতকে এগিয়ে নিয়ে যান। পরের দিকে দীপক হুদা (২৫) এবং সঞ্জু স্যামসন (৪৩) বারোতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। সঞ্জু (Sanju Samson) অপরাজিত থাকেন। ভারতের স্কোর দাঁড়াল ১৬৭/৫।