বিশেষ প্রস্তুতি ছাড়াই এশিয়া কাপে নামবে ভারত! কবে দুবাই উড়ে যাচ্ছে সূর্যকুমার, গিলরা?
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই দ্বৈরথ ঘিরে এখন থেকে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: এশিয়া কাপ ২০২৫ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এবারের এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও আবু ধাবিতে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন শুভমন গিল।
সূত্র মারফত খবর ভারতীয় দল আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এবার টুর্নামেন্টের আগে কোনও আলাদা ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হচ্ছে না। নির্বাচকরা মনে করছেন, সদ্য সমাপ্ত আইপিএল ২০২৫-এ খেলোয়াড়দের পারফরম্যান্সই যথেষ্ট প্রস্তুতির প্রমাণ। তাই আর বাড়তি শিবিরে সময় নষ্ট না করে সরাসরি মূল আসরে নামবে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু আসল উত্তেজনা জমে উঠবে ১৪ সেপ্টেম্বর, যখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে । দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই দ্বৈরথ ঘিরে এখন থেকে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, গ্রুপ পর্ব পেরোতে পারলে ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারে, যা সমর্থকদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।
উল্লেখ্য, ভারত সর্বশেষ জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। তারপর থেকে আন্তর্জাতিক মঞ্চে ছোট ফরম্যাটে নামা হয়নি। তবে আইপিএলেই বেশিরভাগ ক্রিকেটার ছন্দ খুঁজে পেয়েছেন। সেই পারফরম্যান্সই নির্বাচকদের আস্থা বাড়িয়েছে।
সামনের কয়েক সপ্তাহে ভারতীয় ক্রিকেটের সমস্ত চোখ থাকবে এশিয়া কাপের দিকে। সাদা বলের ক্রিকেটে এশিয়ার সেরা দল হওয়ার লড়াই যেমন জমে উঠবে, তেমনই পাকিস্তানের সঙ্গে দ্বৈরথ আবারও নতুন উত্তেজনা ছড়াবে ক্রিকেট ভক্তদের মনে। দেখা যাক।