কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস বিভাগে ৪টি ও মহিলা ক্রিকেটে রুপোর পদক জয় ভারতের
মহিলাদের জ্যাভেলিন থ্রোতে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের অন্নু রানী।
Authored By:

অ্যাথলেটিক্স থেকে আরও চার পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের জ্যাভেলিন থ্রোতে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের অন্নু রানী।
পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকিং প্রতিযোগিতায় ভারতের সন্দীপ কুমার জিতলেন ব্রোঞ্জ পদক।
প্রথমবার ট্রিপল জাম্পে সোনা জিতে ভারতের হয়ে রেকর্ড গড়লেন এলধোস পল। ট্রিপল জাম্পে ১৪.৬২, ১৬.৩০ ও ১৭.০৩ মিটার লাফিয়ে সোনার পদক পেলেন এলধোস পল। আবদুল্লা আবুবকর ১৭.০২ মিটার লাফিয়ে জিতলেন রূপো।
এদিকে কমনওয়েলথ গেমস মহিলাদের ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল রুপো পেয়েই এ বারের মতো সন্তুষ্ট থাকতে হল ভারতকে। ভারত। দুর্দান্ত লড়াই করেও হরমনপ্রীত কৌরের দল হারল ৯ রানে। অধিনায়ক হরমন নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। জেমাইমা রদ্রিগেসও ৩৩ রান করলেন। কিন্তু অস্ট্রেলিয়ার আট উইকেটে ১৬১ রানের জবাবে ভারত শেষ ১৫২ রানে।