নাগপুর টি-টোয়েন্টির আগে পেঞ্চ টাইগার রিজার্ভে সূর্যকুমার যাদব-সহ ভারতীয় ক্রিকেটাররা

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৯: নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগেই একটু অবসর উপভোগ করল ভারতীয় দল। সোমবার ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলের আরও চার সদস্য মধ্যপ্রদেশ–মহারাষ্ট্র সীমান্তে অবস্থিত পেঞ্চ টাইগার রিজার্ভে জঙ্গল সাফারিতে অংশ নেন।

সূর্যকুমারের সঙ্গে এই সফরে ছিলেন উইকেটকিপার সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ, ব্যাটার রিঙ্কু সিং এবং স্পিনার রবি বিষ্ণোই। মধ্যপ্রদেশ বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর। শনিবার রাতে ক্রিকেটাররা সেওনি পৌঁছে একটি রিসর্টে ওঠেন। সোমবার সকালে তাঁরা খোলা জিপে জঙ্গল সাফারিতে বেরোন এবং দুপুরের দিকে নাগপুরের উদ্দেশে রওনা দেন।

পেঞ্চ টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর জে দেবা প্রসাদ জানান, সাফারির সময় ক্রিকেটাররা চিতাবাঘসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখলেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাননি। সাফারির সময় ভক্তদের সঙ্গে ছবি তোলা ও শুভেচ্ছা গ্রহণ করতেও দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের।

ঋতুরাজ রাহি জৈসওয়াল জানান, নাগপুরে ফেরার সময় তিনি সূর্যকুমার যাদবকে বাঘ, চিতাবাঘসহ নানা বন্যপ্রাণীর ছবিতে তৈরি একটি বাৎসরিক ক্যালেন্ডার উপহার দেন। সাফারির বেশ কিছু মুহূর্ত ক্রিকেটাররা নিজেদের সোশ্যাল মিডিয়াতেও ভাগ করে নেন।

উল্লেখ্য, সূর্যকুমার যাদব এর আগেও ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি পেঞ্চ টাইগার রিজার্ভে এসেছিলেন। ২০২৩ সালে সচিন তেন্ডুলকর পরিবারসহ এই রিজার্ভে ঘুরতে আসেন। ইন্দোরে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারার পর এবার নজর পুরোপুরি টি-টোয়েন্টি সিরিজে। বুধবার নাগপুরেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen