টাকার পতন অব্যাহত, ডলারের নিরিখে দাম ৭৯ টাকা

মোদী জমানায় দেশের অর্থনৈতিক অবস্থা কার্যত তথৈবচ।

June 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মোদী জমানায় দেশের অর্থনৈতিক অবস্থা কার্যত তথৈবচ। গতকালের পর এবার ফের পড়ে গেল টাকার দাম। বুধবার বাজার খুলতেই ডলারের নিরিখে টাকার দাম দাঁড়াল সর্বনিম্ন। এক মার্কিন ডলারের দাম ছাড়াল ৭৯ টাকা। জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

মঙ্গলবার যখন শেয়ার বাজার বন্ধ হয়, তখন ডলারের নিরিখে টাকার দাম ছিল ৭৮.৭৭। আজ তা আরও কমল। আর তার সঙ্গেই পতন হল শেয়ার সূচক সেনসেক্সের। বুধবার ৪৩৫.২২ পয়েন্ট কমে তা দাঁড়াল ৫২,৭৪২.২৩। পতন হয়েছে ০.৮২ শতাংশ। নিফটির ১৩২.০৫ পয়েন্ট পতন হয়েছে। এখন তা দাঁড়িয়েছে ১৫,৭১৮.১৫। শতকরা হার ০.৮৩।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen