হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশে BJP-র প্রচারে বাঁধা! কী হুঁশিয়ারি কৃষকদের?

চরম বিপাকে পড়েছেন পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপির লোকসভা প্রার্থীর।

April 10, 2024 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার কার্যত হুঁশিয়ারির সুরে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন অন্নদাতারা, কৃষকদের সাফ প্রশ্ন; গর্ত খুঁড়ে, লোহার পিলার, কাঁটাতার দিয়ে দিল্লির রাস্তা আটকেছিল কারা? কারা দিল্লিতে ঢুকতে দিল না? কৃষকেরা কি দেশের নাগরিক নয়? দেশের রাজধানীতে আন্দোলন করার অধিকার কে কেড়ে নিল?

কৃষকদের প্রশ্ন, তাঁদের উপর কাঁদানে গ্যাস, রাবার বুলেট আর গুলি ছুড়েছে, কারা তাঁদের খালিস্তানি আর দেশদ্রোহী বলেছে? সব মনে রেখেছেন তাঁরা। বিজেপি সরকারকে প্রশ্ন, তাঁদের মনে রাখেননি? দিনের পর দিন রাস্তায় বসে থেকেছেন। তখন কারা খাবার জলের সাপ্লাই বন্ধ করে দিয়েছে?

জানা যাচ্ছে, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে বিজেপি প্রার্থীরা প্রচার করতে পারছেন না। গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে তাঁদের। গ্রামে গ্রামে পোস্টার পড়েছে। তাতেই লেখা হচ্ছে কৃষকদের প্রশ্নগুলি। বিজেপি প্রচার করতে এলে, তাদের সামনে পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়ছে গ্রামবাসী কৃষকের দল। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চয়তা আইনের দাবিতেই তাঁরা দিল্লি অভিযান করেছিলেন। দিল্লি-হরিয়ানার পুলিশই তাঁদের ঢুকতে দেয়নি। বরং গুলি, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে তাঁদের উদ্দেশ্যে। মৃত্যু হয়েছে গুলিতে। সেই কৃষকরাই পাল্টা প্রতিরোধে নেমেছেন। চরম বিপাকে পড়েছেন পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপির লোকসভা প্রার্থীর।

প্রচারে গিয়ে কৃষকদের কাছে বাধা পাচ্ছেন গেরুয়া প্রার্থীরা। পাতিয়ালার মহারানি বিজেপি প্রার্থী প্রণীত কাউর, ফরিদকোটের বিজেপি প্রার্থী বিখ্যাত গায়ক হংস রাজ হংস, প্রাক্তন অমৃতসর থেকে বিজেপি প্রার্থী তরণজিৎ সিং সান্ধু, সব্বাই প্রশ্নের মুখোমুখি হচ্ছে। হরিয়ানার হিসারের বিজেপি প্রার্থী রণজিৎ সিংকে গ্রামে ঢুকতেই দেওয়া হয়নি। তাঁকে কৃষকরা প্রশ্ন করেছেন, তরতাজা যুবক শুভাকরণকে গুলি করে কে হত্যা করল? পুলিশ? সংযুক্ত কৃষক মোর্চা ১১টি প্রশ্ন করে তিন রাজ্যে প্রচার শুরু করেছে। পোস্টার, প্যামফ্লেট, মাইকে প্রচার চলছে। শান্তিপূর্ণভাবে প্রার্থীদের বলা হচ্ছে, এসব প্রশ্নের জবাব দিন, গ্রামে প্রবেশ করে প্রচার করুন। জবাব দিতে না পারলে চলে যান! এহেন হুঙ্কারে অস্বস্তিতে পড়েছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen