ক্যাপিটল হিলের বিক্ষোভে উড়ল ভারতীয় পতাকা, বিতর্ক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর এরপরই গোটা দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।

January 8, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ট্রাম্পের বিদায়বেলায় বিক্ষোভের আগুনে পুড়ল আমেরিকার (America) ক্যাপিটল হিল। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বুধবার সেখানে রীতিমতো তাণ্ডব চালায় ট্রাম্পপন্থীরা। ক্যাপিটল বিল্ডিং চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা কেউ ট্রাম্পের দলের পতাকা, কেউ আমেরিকার জাতীয় পতাকা হাতেও বিক্ষোভ দেখায়। কিন্তু সেই বিক্ষোভের মধ্যেই ভারতের (India) পতাকাও দেখা গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর এরপরই গোটা দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।

এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। বিক্ষোভের মাঝেই কেউ একজন ভারতের জাতীয় পতাকা  (Indian National Flag) হাতে হাজির হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকার পতাকার পাশাপাশি রীতিমতো উড়ছে তেরঙ্গাও।

ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন। কেউ প্রশ্ন করেন, ‘‌‘‌আমেরিকার বিক্ষোভেও ভারতের তেরঙ্গা কেন দেখা যাচ্ছে?‌’‌’‌ কেউ আবার লেখেন, ‘‌‘‌ওখানে আমাদের জাতীয় পতাকার উপস্থিতি একদমই মানা যায় না।’‌’‌ বিজেপি সাংসদ বরুণ গান্ধীর প্রশ্ন, ‘‘‌‌ওখানে ভারতীয় পতাকা কেন?‌ এই যুদ্ধে আমাদের অংশগ্রহণের দরকার নেই।’‌’‌ কমেডিয়ান বীর দাস আবার মজার ছলে লেখেন, ‘‌‘ওই ভিড়ের মধ্যে যিনি পতাকা ওড়াচ্ছেন, তাঁকে বলছি, কোনও জায়গায় ভিড় মানেই সেটা ক্রিকেট ম্যাচ নয়।’‌’‌

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen