ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গে ২৪ ঘণ্টা বিনা অক্সিজেনে! বিশ্বরেকর্ড ভারতীয় পর্বতারোহী রোহিতাশের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, 20:০৫: ভারতের মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে অক্সিজেন সাপোর্ট ছাড়া টানা ২৪ ঘণ্টা! বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় পর্বতারোহী রোহিতাশ খিলেরি (Rohtash Khileri )। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার উচ্চতায় তেরঙা উড়িয়ে তিনি প্রমাণ করলেন ভারতীয়দের অদম্য সাহস ও সক্ষমতা।
পর্বতারোহণের ইতিহাসে এই ঘটনা বিরল। বিশেষজ্ঞদের মতে, পাঁচ হাজার মিটার উচ্চতায় বাতাসের অক্সিজেনের মাত্রা সমতলের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসে। এই অবস্থায় সামান্য নড়াচড়াতেও প্রচুর শক্তি ক্ষয় হয় এবং হৃদস্পন্দন বেড়ে গিয়ে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকে। তাই সাধারণত পর্বতারোহীরা শৃঙ্গ জয়ের পর দ্রুত নিচে নেমে আসেন। কিন্তু রোহিতাশ সেই প্রতিকূল পরিবেশেই ২৪ ঘণ্টা কাটিয়ে বিজ্ঞানীদেরও চমকে দিয়েছেন।
রোহিতাশ জানিয়েছেন, এই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘ আট বছরের কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং অটুট সংকল্পের ফল এই বিশ্বরেকর্ড। আগের অভিযানে ফ্রস্টবাইটের মতো গুরুতর সমস্যায় পড়লেও তিনি হার মানেননি। তাঁর এই অবিশ্বাস্য কৃতিত্বে আজ গর্বিত গোটা দেশ।