প্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে অধীরকে সরানোর প্রক্রিয়া শুরু

এআইসিসি’র পর্যবেক্ষকদের সামনে পঞ্চায়েত ভোটে একা লড়ারও প্রস্তাব রাখা হয়েছে।

June 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

অধীর চৌধুরিকে প্রদেশ কংগ্রেসের পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শনি ও রবিবার দু’দিনব্যাপী কলকাতায় এআইসিসি’র পর্যবেক্ষকরা দলীয় কর্মসুচিতে অংশ নেন। প্রদেশ নেতৃত্বকে তাঁরা বলেন, জেলাস্তরের নেতাদের কথা শুনতে ও সমস্যা বুঝতে পর্যবেক্ষকরা নিজেরাই জেলায় ঘুরবেন। মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতেই হবে। কংগ্রেসের উপর বিশ্বাস ফেরত আনতে হবে।

এআইসিসি’র পর্যবেক্ষকদের সামনে পঞ্চায়েত ভোটে একা লড়ারও প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে, সংগঠন কোথাও দুর্বল হলে আসন সমঝোতা হতে পারে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির সামনেই দলের অনেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়েও সওয়াল করেন।

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, অধীর চৌধুরিকে সরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরবর্তী সভপতি হিসাবে প্রাক্তন সভাপতি সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায় ও নেপাল মাহাতোর নাম আলোচনায় উঠে আসছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen