মোদী ফিরলেই বাড়বে রেলের খাবারের দাম? তুঙ্গে জল্পনা

রেলের কেটারিং চার্জের সংশোধন হওয়ার অর্থ হল, ঘুরপথে ট্রেনের টিকিটের দাম বাড়ানো।

May 13, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌজন্যে: জি বিজনেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪-শে মোদী ফিরলেই বাড়বে রেলের খাবারের দাম? ইতিমধ্যেই আরম্ভ হয়েছে তীব্র জল্পনা। শোনা যাচ্ছে, তৃতীয়বার ক্ষমতায় এলেই ট্রেনের অন-বোর্ড খাবারের দাম বৃদ্ধি করতে পারে বিজেপি সরকার। যদিও রেল বোর্ড এবং রেলমন্ত্রকের আওতায় থাকা আইআরসিটিসি কিছুই জানায়নি। জানা যাচ্ছে, আইআরসিটিসির কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন রেল বোর্ডের আধিকারিকরা। তৃতীয়বার কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলে প্রথম ১০০ দিনের এজেন্ডায় তালিকাভুক্ত হয়েছে ট্রেনের অন-বোর্ড খাবারের কেটারিং চার্জের রিভিশনও। পরিবর্তিত হতে পারে ট্রেনের আ-লা-কার্টে মেনুও।

রেলের কেটারিং চার্জের সংশোধন হওয়ার অর্থ হল, ঘুরপথে ট্রেনের টিকিটের দাম বাড়ানো। রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে টিকিটের দামের সঙ্গেই জুড়ে থাকে খাবারের দাম। অনেক ক্ষেত্রেই অন-বোর্ড খাবারের বিকল্প বেছে নেন রেলযাত্রীরা। কেটারিং চার্জ বৃদ্ধি পেলে, প্রিমিয়াম ট্রেনের যাত্রীদের বেশি দামে টিকিট কাটতে হবে। সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটে সরাসরি প্রভাব পড়বে না। কিন্তু ট্রেনে খাবার কিনলে সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরও বেশি টাকা খরচ হবে। সাফ কথায়, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলে রেলযাত্রীদের ব্যয় বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen