আয়ারল্যান্ডে ভারতীয় যুবককে নগ্ন করে বেধড়ক মার, বিশ্বগুরু মোদীর দেশের নাগরিকদের এ কী হাল!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২১: বিদেশের মাটিতে ফের বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয়। এবার আয়ারল্যান্ডে এক ভারতীয় যুবককে নগ্ন করে বেধড়ক মারের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। ঘটনার তদন্ত শুরু করেছে আইরিশ পুলিশ। অন্য কোনও কারণ রয়েছে কি-না, তদন্তকারীরা তাও খতিয়ে দেখছেন।
গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায় একদল দুষ্কৃতী এক ভারতীয় যুবকের উপর চড়াও হয়। অভিযোগ, রাস্তাতেই তাঁকে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। তারপর হামলাকারীরা সেখান থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ওই ভারতীয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। যুবকের পরিচয় এখনও জানা যায়নি। হামলাকারীদের অভিযোগ, তিনি নাকি এলাকার এক শিশুর সঙ্গে আশালীন আচরণ করছিলেন। তাঁকে শিক্ষা দিতেই মারধর করা হয়েছে। তবে আয়ারল্যান্ডের পুলিশ এই অভিযোগ নস্যাৎ করেছে। ঘটনাটিকে বর্নবিদ্বেষ হিসাবেই দেখছে তারা। অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।
আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখছেন, “ভয়াবহ একটি ঘটনা। আশা করছি দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। যারা নিরীহ ওই যুবকের পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ।”
