ভারতীয়রা রাম মন্দির নির্মাণের খুশি উদযাপন করছে- তথ্য যাচাই
ভিডিওটি সত্যি হলেও, তার প্রচার সম্পূর্ণ ভুল। তথ্য যাচাই করে দেখা গেছে পোস্টটি সম্পূর্ণ মিথ্যে।
August 1, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi
একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে স্পেনে বসবাসকারী ভারতীয়রা রাম মন্দির নির্মাণের খুশি উদযাপন করছেন। আনন্দে তারা ঢোল করতাল নিয়ে রাস্তায় নেমেছেন।
সত্যতা
ভিডিওটি আসলে ২০১৮-র, যার সাথে রাম মন্দির নির্মাণের কোন সম্পর্ক নেই। ঘটনাটি ঘটেছে সুপ্রিম কোর্টের রাম মন্দির রায়ের অনেক আগে। ভিডিওটি ‘স্বারগান্ধার ঢোল তাসা পাঠক’- এর। যেখানে একদল ভারতীয় যুবক যুবতী আন্তর্জাতিকভাবে ভারতীয় সংস্কৃতির প্রচার করছিল। সেই সময় স্পেন ভ্রমনকালে তারা এই উৎসব পালন করে।
সুতরাং ভিডিওটি সত্যি হলেও, তার প্রচার সম্পূর্ণ ভুল। তথ্য যাচাই করে দেখা গেছে পোস্টটি সম্পূর্ণ মিথ্যে।