India’s Asia Cup 2025: ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক সূর্যকুমার, বড় দায়িত্ব গিলকে

এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট ৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

August 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৩: এশিয়া কাপ ২০২৫ এর জন্য ভারতীয় দল ঘোষণা করা হল আজ মঙ্গলবার। মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ভারতীয় দল ঘোষণা করেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। ১৫ জনের দলে বড় দায়িত্ব পেলেন শুভমান গিল।

ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান হল। মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ভারতের ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। সূর্যকুমারই অধিনায়ক।

দলে শুভমন থাকবেন কি না সে দিকেই নজর ছিল প্রত্যেকের। অবশেষে দেখা গেল, শুভমনকে রেখেছেন নির্বাচকেরা। শুধু তাই নয়, তাঁকে সহ-অধিনায়কও করা হয়েছে। সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন তখন শুভমন ছিলেন তাঁর ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজ়ে শুভমন খেলেননি। তাঁর বদলে অক্ষর পটেলকে সহ-অধিনায়ক করা হয়েছিল। শুভমনকে নিজের পুরনো পদে ফেরানো হল।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। সঞ্জ স্যামসন-এর ব্যাকআপ হিসেবে জিতেশ দলে জায়গা পেয়েছেন।

এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট ৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাশাহীর (UAE) দু’টি শহর, আবুধাবি এবং দুবাইতে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলকে এশিয়া কাপে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে।

গ্রুপ বি তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং এবং আফগানিস্তান দল রয়েছে। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর দুবাইতে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় দল ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে। এশিয়া কাপে উভয় গ্রুপের শীর্ষ ২ টি দল সুপার-৪ পর্যায়ে পৌঁছাবে। তারপর সুপার-৪ পর্যায়ের সেরা ২টি দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এক নজরে এশিয়া কাপে ভারতীয় দল-

অভিষেক শর্মা
সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
তিলক বর্মা
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
শুভমান গিল (সহ-অধিনায়ক)
হার্দিক পাণ্ডিয়া
অক্ষর প্যাটেল
ওয়াশিংটন সুন্দর
বরুণ চক্রবর্তী
জশপ্রীত বুমরাহ
অর্শদীপ সিং
হর্ষিত রানা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen