প্রয়াত অস্কারের জন্য মনোনীত হওয়া ভারতীয় ছবির শিশু অভিনেতা রাহুল কোলি

ছেলেকে হারিয়ে বিধ্বস্ত রাহুলের পরিবার। তবে তার বাবা রাম কোলি জানিয়েছেন, রাহুলের শেষকৃত্যের পর তার শেষ ছবি পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে দেখবেন।

October 12, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

প্রয়াত ক্যানসারে আক্রান্ত শিশু অভিনেতা রাহুল কোলি (Rahul Koli)। ভারত থেকে অস্কারের জন্য মনোনীত হওয়া ছবি ‘ছেল্লো শো’ (Chhello Show) বা ‘দ্যা লাস্ট ফিল্ম শো’-তে অভিনয় করেছিল রাহুল। ছবিতে মোট ৬ জন শিশু অভিনেতা ছিল। যাদের মধ্যে রাহুল একজন। মৃত্যুকালে রাহুলের বয়স হয়েছিল ১৫। আগামী ১৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। তবে সেই ছবির মুক্তি আর দেখে যাওয়া হল না রাহুলের। ভারতের হয়ে ৯৫ তম অস্কার অ্যাওয়ার্ডে (The Oscars) প্রতিদ্বন্দ্বিতা করছে ‘ছেল্লো শো’ বা ‘দ্যা লাস্ট ফিল্ম শো’।

ছেলেকে হারিয়ে বিধ্বস্ত রাহুলের পরিবার। তবে তার বাবা রাম কোলি জানিয়েছেন, রাহুলের শেষকৃত্যের পর তার শেষ ছবি পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে দেখবেন।

১৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দ্যা লাস্ট ফিল্ম শো’। ছবিটি একটি ৯ বছরের ছেলের গল্প যেখানে উঠে এসেছে বাস্তব জীবনের কথাই। ছবিটির সেট তৈরী হয়েছিল সৌরাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রামে। আনুষ্ঠানিক মুক্তির আগে সারা ভারতের ৯৫টি হলে দেখানো হবে সিনেমাটি। সেদিন টিকিটের দাম ৯৫ টাকা ধার্য করা হয়েছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen