নিউজিল্যান্ড সিরিজের আগে বদল ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড, ৭৮০ দিন পরে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার

January 17, 2026 | 2 min read
Published by: Raj
Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩০: ভারতের মাটিতে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই। এই সিরিজটাই হবে ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে টিম ইন্ডিয়ার শেষ বড় প্রস্তুতি মঞ্চ। আগেই স্কোয়াড ঘোষণা করা হলেও, চোট-আঘাতের কারণে শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

সবচেয়ে বড় আপডেট, দীর্ঘ অপেক্ষার পর ফের টি-টোয়েন্টি দলে ফিরলেন শ্রেয়স আইয়ার। তবে তিনি থাকছেন শুধুমাত্র প্রথম তিনটি ম্যাচের জন্য। মূলত তরুণ ব্যাটার তিলক ভার্মার চোটই এই পরিবর্তনের কারণ। সম্প্রতি টেস্টিকুলার টরশন-এর অস্ত্রোপচার হয়েছে তিলকের। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে প্রথম তিনটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে, যাতে পুরোপুরি সুস্থ হয়ে তিনি বড় মঞ্চে ফিরতে পারেন।

শেষবার শ্রেয়স আইয়ার ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের ৩ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অর্থাৎ প্রায় ৭৮০ দিন পর সংক্ষিপ্ততম ফরম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তন তাঁর। তিলক যদি বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট না হন, সেক্ষেত্রে মিডল অর্ডারে তাঁর জায়গায় শ্রেয়সই সবচেয়ে বড় বিকল্প হয়ে উঠতে পারেন বলে মনে করছে ক্রিকেট মহল।

অন্যদিকে, ওয়াশিংটন সুন্দরও চোটের কারণে ছিটকে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভাদোদরায় ফিল্ডিংয়ের সময় পাঁজরে অস্বস্তি অনুভব করেন তিনি। পরে জানা যায়, সাইড স্ট্রেইনের কারণে তাঁকে পুরো ওডিআই সিরিজ ও আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই।

উল্লেখ্য, ওডিআই সিরিজে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আয়ুষ বাদোনিকে। চোট-আঘাতে বদলালেও, বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নিতে মরিয়া টিম ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen