১৮ ডিসেম্বর আলিপুরে বসছে শিল্প-বাণিজ্য সম্মেলনের আসর, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৭: বাংলায় শিল্প ও বিনিয়োগে গতি আনতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পৌরহিত্যে ১৮ ডিসেম্বর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের বাণিজ্য ও শিল্প সম্মেলন (Trade and Industrial Conclave)। এই সম্মেলনের মাধ্যমে রাজ্যে শিল্পোন্নয়নের নতুন দিশা দেখাতে চায় সরকার।
শুক্রবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Panth) নেতৃত্বে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (State Level Investment Synergy Committee) বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবরা অংশ নেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra) জানান, মুখ্যমন্ত্রী নিজে এই সম্মেলনের উদ্বোধন করবেন।
রাজ্যে ক্ষমতা গ্রহণের পর থেকেই শিল্প পুনরুজ্জীবনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগে ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’-এর (BGBS) মতো মঞ্চে বহু দেশি-বিদেশি সংস্থা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। ইতিমধ্যেই রিলায়েন্স, জিন্দাল স্টিলের মতো সংস্থাগুলি বড় মাপের বিনিয়োগ করেছে। ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক সংস্থাও প্রস্তাব পাঠিয়েছে।
চলতি বছরের BGBS-এ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিনিয়োগ প্রস্তাব দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত হবে ‘সিনার্জি কমিটি’। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অমিত মিত্র, সদস্য হিসেবে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাতকুমার মিশ্র এবং শিল্পসচিব বন্দনা যাদব।
৮ জুলাই অনুষ্ঠিত কমিটির বৈঠকে জানানো হয়, গত তিন মাসে ৩,১৬৫টি শিল্প প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি, রিয়েল এস্টেট, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন ও পরিষেবা ক্ষেত্রের প্রকল্প এতে অন্তর্ভুক্ত।
অমিত মিত্র জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিনিয়োগ বাছাইয়ে অগ্রাধিকার পাচ্ছে কর্মসংস্থান সৃষ্টিকারী, রপ্তানি বৃদ্ধিকারী এবং রাজ্যের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারকারী প্রকল্পগুলি। রাজ্য সরকার (State Govt) সূত্রে জানা গেছে, ডিসেম্বরের সম্মেলনে অংশ নেবে বহু দেশি-বিদেশি শিল্প সংস্থা ও বিনিয়োগকারী।