নাম-পরিচয় বদলে যাওয়া ভোটারদের তথ্য ফের যাচাই করা হবে! তৃণমূলের চাপে নয়া নির্দেশিকা কমিশনের?

December 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৬: অবশেষে মমতা-অভিষেকের চাপে সিদ্ধান্ত বদল কমিশনের! ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। যে সব ভোটারের নাম, বাবার নাম কিংবা পরিচয়পত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে, তাঁদের তথ্য পুনরায় যাচাই করার নির্দেশ দিল কমিশন। সমস্ত বুথ স্তরের আধিকারিক (BLO), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং জেলা নির্বাচনী আধিকারিক (DEO)-কে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, বিশেষত পুরনো তালিকা (যেমন ২০০২ সালের তালিকা) এবং বর্তমানে নতুন এন্ট্রি করা ভোটারের নাম বা পরিচয়ের মধ্যে অনেক ক্ষেত্রে বড় ধরনের গরমিল দেখা যাচ্ছে। এই ধরনের সমস্ত ভোটারের তথ্য বিএলও এবং ইআরও-দের পুনরায় খতিয়ে দেখতে হবে। তথ্যে কোথায় ভুল বা ‘গলদ’ রয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই নতুন যাচাইয়ের নির্দেশের পাশাপাশি সোমবারই বিএলও (BLO) এবং ইআরও-দের এনুমারেশন ফর্মে হওয়া ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ, ভোটারদের তথ্য এন্ট্রি করার সময় যদি কোনও ভুল হয়ে থাকে, তবে এবার সেই ভ্রম সংশোধনের সুযোগ দেওয়া হলো।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর জন্য যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে, তার মধ্যেই দ্রুত এই সংশোধনের কাজ সেরে ফেলতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এনুমারেশন ফর্ম (Enumeration form); সংশোধিত ফর্ম আপলোড করার সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। খসড়া তালিকা প্রকাশ; নতুন সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।

অতিরিক্ত এই সময়ে দ্রুততার সঙ্গে নাম ও পরিচয়ের অসঙ্গতি দূর করার পাশাপাশি সমস্ত ভুল এন্ট্রি সংশোধনের মাধ্যমে ভোটার তালিকা (voter list) সম্পূর্ণ নির্ভুল করার লক্ষ্যেই এই নির্দেশ জারি করল নির্বাচন কমিশন (Election Commission)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen