আবারও Oxford-এ আমন্ত্রণ, এবার কি যাবেন মমতা?

সোমবার মুখ্যমন্ত্রী জানান, আগামী জুনে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি

February 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। নব রূপে নির্মিত হয়েছে ভবানীপুরের মন্মথনাথ প্রাইমারি স্কুল। এখন সেখানে দশম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন চলবে। স্কুলের নাম হয়েছে ‘ভবানীপুর মডার্ন স্কুল’, সেই স্কুলের পাঁচতলা ভবনের উদ্বোধানে এসে মমতা নিজেই অক্সফোর্ডে আমন্ত্রণের কথা জানান।

সোমবার মুখ্যমন্ত্রী জানান, আগামী জুনে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। এবার তিনি অক্সফোর্ডে যাবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, এর আগেও অক্সফোর্ডের আমন্ত্রণ পেয়েছিলেন মমতা। কিন্তু সে’সময় তাঁর সেখানে যাওয়া হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen