হলদিয়া শোধনাগারে নতুন ইউনিটএ ১০১৯ কোটি টাকা বিনিয়োগ করবে আইওসি

হলদিয়ার হেলিপ্যাড ময়দানে ওই অনুষ্ঠান হবে। ভারত পেট্রলিয়াম, আইওসি ও গেইল যৌথভাবে এর আয়োজন করছে। সোমবার থেকে হেলিপ্যাড ময়দানে জোর প্রস্তুতি চলছে।

February 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আমদানি খরচ কমাতে হলদিয়ায় (Haldia) আরও ১০১৯কোটি টাকা বিনিয়োগ করছে আইওসি। লুব্রিকেটিং অয়েল উৎপাদনের জন্য নতুন ইউনিট গড়ছে আইওসি তৈল শোধনাগার। এছাড়া দূষণ কমাতে হলদিয়া শোধনাগারে নতুন ধরনের ‘হান্ড্রেড অকটেন পেট্রল’ উৎপাদন শুরু হয়েছে। গুণমানে এই পেট্রল সর্বোৎকৃষ্ট। সোমবার একথা জানান হলদিয়া আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর পার্থ ঘোষ (Partha Ghosh)। আগামী ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে আইওসির লুব্রিকেটিং অয়েলের প্রকল্পের শিলান্যাস করবেন। হলদিয়ার হেলিপ্যাড ময়দানে ওই অনুষ্ঠান হবে। ভারত পেট্রলিয়াম, আইওসি ও গেইল যৌথভাবে এর আয়োজন করছে। সোমবার থেকে হেলিপ্যাড ময়দানে জোর প্রস্তুতি চলছে।

জানা গিয়েছে, গত পাঁচ-ছ’বছরে শোধনাগারের উৎপাদন ক্ষমতা এবং পণ্যের গুণমান বাড়াতে হলদিয়া আইওসিতে সাত হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। লোকসানে চলা আইওসির হলদিয়া ইউনিট এখন ঘুরে দাঁড়িয়েছে। এখানে বিনিয়োগ করে নতুন প্রকল্প গড়ার পরিকল্পনা করা হচ্ছে। কারখানা সম্প্রসারণের জন্য জমি খুঁজছে আইওসি কর্তৃপক্ষ। বিষয়টি পেট্রলিয়াম মন্ত্রককে জানিয়েছে আইওসি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen