IPL 2024: কেকেআরের অধিনায়ক হলেন শ্রেয়াস, সহ-অধিনায়ক নীতীশ রানা
আজ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর শ্রেয়াস আইয়ার কেকেআরের অধিনায়ক এবং গত মরসুমের অধিনায়ক নীতীশ রানাকে সহ-অধিনায়ক ঘোষণা করেছেন ।
Authored By:

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: IPL 2024 শুরুর চার মাস আগে অধিনায়কের নাম ঘোষণা করে দিল কেকেআর। আজ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর শ্রেয়াস আইয়ার কেকেআরের অধিনায়ক এবং গত মরসুমের অধিনায়ক নীতীশ রানাকে সহ-অধিনায়ক ঘোষণা করেছেন ।
শ্রেয়াস আইয়ার চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গিয়েছিলেন, নীতিশ রানা পুরো মরসুম জুড়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এবং নাইট রাইডার্স র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে ছিলেন। আইয়ার সেপ্টেম্বর-অক্টোবরে ২০২৩ এশিয়া কাপে ক্রিকেট অ্যাকশনে ফিরে এসেছিলেন এবং গত মাসে ভারতকে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠতে সাহায্য করেছিলেন।
প্রসঙ্গত, এনিয়ে কিছুদিন আগে অন্য কথা শোনা গিয়েছিল। বলা হচ্ছিল যে মেন্টর গম্ভীর নীতীশকেই ক্যাপ্টেন চাইছেন। তবে বাস্তবে তা হল না।