তৃণমূলের ব্রিগেড থেকেই রাজনীতিতে হাতেখড়ি IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়ের?
এবার কি রাজনীতির ময়দানে নামবেন সদ্য প্রাক্তন আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়? তেমনই জল্পনা রাজ্য রাজনীতিতে। শনিবার স্বেচ্ছাবসরের আবেদন করেন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কি রাজনীতির ময়দানে নামবেন সদ্য প্রাক্তন আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়? তেমনই জল্পনা রাজ্য রাজনীতিতে। শনিবার স্বেচ্ছাবসরের আবেদন করেন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট রেঞ্জের আইজি পদে ছিলেন তিনি। তাঁর আবেদন গ্রহণ করে, তাঁকে সমস্ত দায়িত্ব থেকে মুক্ত করা হয়। উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদবকে বালুরঘাট রেঞ্জের আইজির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এতেই মনে করা হচ্ছে, রবিবার ব্রিগেডের জনগর্জন সভাতে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হল। সূত্রের খবর, বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করতে পারে।