প্রয়াত আইরিশ গায়ক এবং আন্দোলনকারী সিনেড ও’কনর
তিনি ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত তার একক Nothing Compares 2 U-র জন্য পরিচিত ছিলেন,
July 27, 2023
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত আইরিশ গায়ক এবং আন্দোলনকারী সিনেড ও’কনর। বয়স হয়েছিল ৫৬ বছর।
তাঁর পরিবার অত্যন্ত দুঃখের সাথে এই খবরটি জানিয়েছে। মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আসেনি।
তিনি ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত তার একক Nothing Compares 2 U-র জন্য পরিচিত ছিলেন, যা চার্টে এক নম্বরে পৌঁছেছিল এবং বিশ্বব্যাপী খ্যাতি এনেছিল।