ভিন রাজ্য থেকে বাংলার ভোটার হওয়ার হিড়িক, স্বাভাবিক প্রবণতা না-কি পদ্মের কৌশল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৯.৩০: অনুপ্রবেশকারী ধরতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রয়োজন, এই ভাষ্যেই কমিশনের SIR প্রক্রিয়ার হয়ে গলা ফাটিয়েছিল বিজেপি। বঙ্গের গেরুয়া নেতারা দাবি করেছিলেন, বাংলায় নাকি রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী ছেয়ে গিয়েছে। বলা হয়েছিল, SIR-র মাধ্যমে এক কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে। রোহিঙ্গা কোথায়? অনুপ্রবেশকারীরাই বা কোথায়? বরং হিন্দু, মতুয়াদের নাম বাদ যাচ্ছে। রাজবংশিদের নাম বাদ যাচ্ছে। ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে। ধসে যাচ্ছে পদ্মের ভোট ব্যাঙ্ক।
ফলে এখন ‘মহারাষ্ট্র-দিল্লি মডেল’র অনুসরণ করছে বিজেপি। কী সেই মডেল? ভিন রাজ্যের মানুষকে বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করানো। আসানসোল-দুর্গাপুর, বারাকপুর এবং হুগলির বিভিন্ন এলাকায় যেখানে বিপুল সংখ্যক হিন্দিভাষী মানুষের বসবাস, সেখানে এই কৌশল নেওয়া হচ্ছে বলে অভিযোগ। নানা মহলের দাবি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানার বাসিন্দাদের ৬ নম্বর ফর্ম পূরণ করিয়ে জমা দিচ্ছে বিজেপি।
বিজেপির দলীয় সূত্রে খবর, ১১ জানুয়ারি নির্দেশ আসে, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত সভা, সমিতি এবং পদযাত্রা বাতিল করে ৬ নম্বর এবং ৭ নম্বর ফর্ম নিয়ে মাঠে নামতে হবে। ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে সঙ্গে জমাও দিতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, SIR পর্বে চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং নাম নিয়ে আপত্তি ও বাদ দেওয়ার (৭ নম্বর) ফর্ম জমা দেওয়ার শেষ দিন ১৫ জানুয়ারি। মরিয়া বিজেপি নাম অন্তর্ভুক্তি এবং বাংলার ভোটারের নাম বাদ দিতে ঝাঁপিয়ে পড়েছে। রয়েছে ৮ নম্বর ফর্ম। স্থানান্তরিত ভোটার হিসাবে এই ফর্ম পূরণ করানো হচ্ছে। সাফ কথায়, দুই পন্থায় কাজ হচ্ছে। এক, বাংলার ভোটারদের নাম বাদ। দ্বিতীয়ত, ভিন রাজ্যের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া।
মঙ্গলবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ‘বহিরাগত’দের বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে। বাঁকুড়ায় গাড়ি থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার সাত নম্বর ফর্ম। বুধবার, রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরে ৬ নম্বর এবং ৭ নম্বর ফর্ম নিয়ে বিজেপির ‘অপকৌশল’র বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে তৃণমূল প্রতিনিধি দল। তৃণমূলের অভিযোগ, ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় তুলে, মহারাষ্ট্র-দিল্লি মডেলের কায়দায় ভোট চুরি করতে চাইছে বিজেপি।
বুধবার বিকেল পর্যন্ত যে পরিসংখ্যান নির্বাচন কমিশন দিয়েছে, সেই অনুযায়ী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বুধবার, ১৪ জানুয়ারি পর্যন্ত বাংলায় ভোটার হতে চেয়ে ৩ লক্ষ ৭৮ হাজার ১৬৩টি আবেদন জমা পড়েছে। এক মাস এত আবেদন! অভিযোগ, প্রায় চার লক্ষ আবেদনের একটা বড় সংখ্যা ভিন রাজ্যের। এতেই সন্দেহ বাড়ছে!