মমতাকে ব্যান করার পুরস্কার? গোয়ার রাজ্যপাল হতে পারেন সুনীল আরোরা
বস্তুত, সুনীল অরোরা (Sunil Arora) শুরু থেকেই বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
Authored By:

সদ্য মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েছেন। এবার রাজ্যপালের পদ পেতে পারেন ১৯৮০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইপিএস সুনীল অরোরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অরোরাকে গোয়ার রাজ্যপাল করার কথা ভাবছে কেন্দ্র। তবে, এ বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কেউ মুখ খোলেননি।
সুনীল অরোরা ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। জাতীয় নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেওয়ার ১৪ মাসের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) পদে উন্নীত হন সুনীল (Sunil Arora)। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ওপি রাওয়াতের পরিবর্তে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি।
বস্তুত, সুনীল অরোরা (Sunil Arora) শুরু থেকেই বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নির্বাচন কমিশনার হিসেবে অবসর নেওয়ার পর এবার সুনীল অরোরাকে ‘পুনর্বাসন’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই মুহূর্তে গোয়ার রাজ্যপাল পদ শূন্য। মাস ক’য়েক আগে গোয়ার রাজ্যপালের ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় সত্যপাল মালিককে। তারপর থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে গোয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে সুনীল অরোরাকেই এবার গোয়ার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হবে।
অবসরের একদিন আগে সুনীল আরোরা একটি বিতর্কিত সিদ্ধান্ত নেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করা থেকে ২৪ ঘন্টা ব্যান করার। অনেকেই মনে করছেন এই পদক্ষেপের জন্য পুরস্কৃত হলেন তিনি। অনেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন।