মার্কিন মুলুকে IPL-র অলিখিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি পর্ন স্টার কেন্ড্রা?

সমাজ মাধ্যমে নেটিজেনরা বলছেন, কেন্ড্রাই কি মার্কিন মুলুকে IPL-র অলিখিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর?

April 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
মার্কিন পর্ন স্টার কেন্ড্রা লাস্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলছে আইপিএলের মরশুম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জ্বরে কাবু গোটা দুনিয়া। মার্কিন পর্ন স্টার কেন্ড্রা লাস্টের টুইটার হ্যান্ডেল বলছে তিনিও আইপিএল জ্বরে কাবু। কেবল কাবু নন, তিনি রীতি মতো প্রতিটি খেলা দেখছেন এবং কার কেমন পারফরমেন্স হচ্ছে, তা নিয়ে টুইট করছেন কেন্ড্রা। সমাজ মাধ্যমে নেটিজেনরা বলছেন, কেন্ড্রাই কি মার্কিন মুলুকে IPL-র অলিখিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর?

রবিবার পরপর পাঁচ ছক্কা হাকিয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে এসেছেন রিঙ্কু সিং। বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে রিঙ্কু। টুইটারে নিজের সঙ্গে রিঙ্কুর ছবি পোস্ট করেছেন কেন্ড্রা। ক্যাপশনে লিখেছেন, রিঙ্কু-দ্য কিং। রিঙ্কুই রাজা!

কেবল রিঙ্কু নয়, এর আগে মহম্মদ শামিকে নিয়েও পোস্ট করেছিলেন পর্ন তারকা। গুজরাত টাইটান্সের হয়ে শামি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগুনে বোলিং করেছিলেন, সেই ম্যাচের পর টুইট করে শামির ভূয়সী প্রশংসা করেন পর্ন তারকা। গতকাল ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে সংহার মূর্তি ধারণ করেছিলেন ক্যারাবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। তাঁর ১৯ বলে ৬২ রানের সুবাদে রান তাড়া করে ম্যাচ জেতে লখনউ। নিকোলাসকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কেন্ড্রা লাস্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen