শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার?

October 7, 2025 | < 1 min read
Published by: Ritam

New Delhi gives green signal for Awami League leaders to meet Hasina

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বাংলাদেশ ফেরত পাঠাবে ভারত সরকার? ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির দিল্লিতে অবস্থানরত আওয়ামী লিগ সভানেত্রীকে ফেরত দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে করা মন্তব্য নিয়ে বাংলাদেশে তুমুল জল্পনা শুরু হয়েছে।

প্রায় দেড় বছর ধরে ভারতের ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদিকে সেদেশে তাঁর বিরুদ্ধে গণহত্যা মামলার বিচার চলছে। এই অবস্থায় আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছিল। তাতে এতদিন বিশেষ আমল দেয়নি বিদেশমন্ত্রক। তবে সোমবার এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশসচিব বিক্রম মিসরি।

হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিদেশসচিব জানালেন, এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া। এর জন্য দু’দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে। তাঁর এই মন্তব্যে প্রশ্ন উঠছে, তবে কি আলোচনা ফলপ্রসূ হলে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে দিল্লি? এই জবাব এখনও অধরা। উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে বিদায় নিতে হয় মুজিবকন্যাকে। তিনি রাতারাতি দেশ থেকে পালিয়ে চলে আসেন নয়াদিল্লির ‘আশ্রয়ে’। সেই থেকে এদেশেই রয়েছেন হাসিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen