নিখিল-নুসরতের পেশাদার সম্পর্কেও ইতি?

এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না করা হলেও, গতিবিধি দেখে তেমনটাই আন্দাজ করা যাচ্ছে। তাহলে এবার কি খাতায়-কলমে নিখিল-নুসরতের সম্পর্কের ভাঙন শুধুমাত্র সময়ের অপেক্ষা?

February 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নিখিল জৈন (Nikhil Jain) এবং নুসরত জাহানের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাদার সম্পর্কও শেষের পথে। এবার এই গুঞ্জনে একপ্রকার সিলমোহর পড়ে গেল। নিখিল-নুসরত দু’জনের হাতে গড়া ফ্যাশন ব্র্যান্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানে কিছুদিন আগে নুসরত অনুপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। 

এমনকী নিখিলের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডেরও ব্র্যান্ড অ্যাম্বাসাডর এতদিন যাবত্ ছিলেন নুসরত। সেই ফ্যাশন ব্র্যান্ডের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানুয়ারি মাসে শেষ নুসরতের ছবি পোস্ট করা হয়েছিল। টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছিল, নুসরতের অবর্তমানে কোনও এক টলিঅভিনেত্রীই এই ব্র্যান্ডের মুখ হতে চলেছেন। এবার সেই ব্র্যান্ডের ৩১তম জন্মদিন উপলক্ষে তাদের হয়ে প্রচার করলেন শ্রাবন্তী। ফ্যাশন ব্র্যান্ডের তরফে শ্রাবন্তীর একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাহলে কি একপ্রকার ঠিক হয়েই গেল, নিখিলের ফ্যাশন ব্র্যান্ডের মুখ হতে চলেছেন শ্রাবন্তী? এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না করা হলেও, গতিবিধি দেখে তেমনটাই আন্দাজ করা যাচ্ছে। তাহলে এবার কি খাতায়-কলমে নিখিল-নুসরতের সম্পর্কের ভাঙন শুধুমাত্র সময়ের অপেক্ষা? 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen