কাটল না খরা, ঘরের মাঠে মুম্বইয়ের কাছে ৩ গোলে হারল ইস্টবেঙ্গল

সারা ম্যাচে মুম্বইয়ের কাছে বল পজেশন ছিল ৭০ শতাংশ ও ইস্টবেঙ্গলের কাছে বল পজেশন ছিল ৩০ শতাংশ।

December 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ধারাবাহিকতার অভাবে হেরেই চলেছে ইস্টবেঙ্গল। আজও তার ব্যাতিক্রম হল না। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাইলফলকের ম্যাচে ৩-০ গোলে মুম্বইয়ের কাছে হারল ইস্টবেঙ্গল।

খেলার প্রথমার্ধে ২৬ মিনিটের মাথায় মুম্বইয়ের হয়ে প্রথম গোল করেন তরুণ মিডফিল্ডার আপুইয়া, বিরতির পর ৫৯ মিনিটের মাথায় জোরাল শটে ফের বল জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতিয়ার্ধের ৫০ মিনিটের মাথায় তৃতীয় গোল দেন গ্রেগ স্টুয়ার্ট।

সারা ম্যাচে মুম্বইয়ের কাছে বল পজেশন ছিল ৭০ শতাংশ ও ইস্টবেঙ্গলের কাছে বল পজেশন ছিল ৩০ শতাংশ। ইস্টবেঙ্গল ও মুম্বইয়ের ফাউল সংখ্যা যথাক্রমে ১৩ এবং ৯।

মুম্বইয়ের আক্রমণে অসহায় আত্মসমর্পন করতে দেখা গেল অ্যালেক্স-ক্লেটনদের। টানা দু’ম্যাচ হেরে লিগ টেবিলের আট নম্বরে ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen