জট কাটিয়ে এগোচ্ছে আইএসএল, সম্প্রচার স্বত্বের জন্য টেন্ডার প্রকাশ AIFF-এর

January 19, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৮:  রবিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫-২৬ মরশুমের সম্প্রচার স্বত্বের জন্য রিকোয়েস্ট ফর প্রোপোজাল (RFP) নথি প্রকাশ করেছে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শুরু হতে চলা এই সংক্ষিপ্ত মরশুমটি ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিলম্বিত এই ISL-এ অংশ নেবে মোট ১৪টি ক্লাব এবং হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে মোট ৯১টি ম্যাচ।

AIFF ও ক্লাবগুলির মধ্যে একাধিক দফা বৈঠক এবং ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপের পরই পরিস্থিতি স্বাভাবিক হয়। RFP অনুযায়ী, আগ্রহী দরদাতারা ২৭ জানুয়ারি পর্যন্ত নথি সংক্রান্ত প্রশ্ন বা স্পষ্টীকরণ চাইতে পারবেন। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি এবং ২ ফেব্রুয়ারি দরপত্র খোলা হবে।

যোগ্যতা হিসেবে বিড করা সংস্থাকে FY ২০২৪-২৫ আর্থিক বছরের শেষে ন্যূনতম ১০ কোটি টাকার নিট মূল্য দেখাতে হবে। কনসোর্টিয়ামের ক্ষেত্রে সব সদস্যের সম্মিলিত নিট মূল্য কমপক্ষে ১০ কোটি টাকা হতে হবে। পাশাপাশি, গত তিনটি আর্থিক বছরে (FY ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫) গড় বার্ষিক আয় অন্তত ১০ কোটি টাকা হওয়া বাধ্যতামূলক।

জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ক্রীড়া সম্প্রচারে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভারতের কোনও পেশাদার লিগ বা জাতীয় ফেডারেশন অনুমোদিত ইভেন্টে অন্তত দুই মরশুম সম্প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে। বিডের সঙ্গে ৫ লক্ষ টাকার ইএমডি জমা দিতে হবে।

উল্লেখ্য, আগের বাণিজ্যিক অংশীদার FSDL গত বছরের ৮ ডিসেম্বর AIFF-এর সঙ্গে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট বাতিল করায় ISL অনিশ্চয়তায় পড়ে। পরে ক্রীড়ামন্ত্রকের মধ্যস্থতায় সব ক্লাব অংশগ্রহণে সম্মত হয়। নতুন মরশুমে প্রতিটি ক্লাব ১৩টি করে ম্যাচ খেলবে। প্রায় ছ’মাসের বিরতির পর লিগ শুরু করতে প্রতিটি ক্লাবকে প্রায় ১ কোটি টাকা করে খরচের ৬০ শতাংশ বহন করতে হবে। AIFF জানিয়েছে, মোট মরশুমের খরচ ধরা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen