Israel-Hamas War: গাজায় ইজরায়েলি সেনার অভিযান, নিহত অন্তত ৭৮

September 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪২: গাজা শহরে (Gaza City) এবার স্থলপথে প্রবেশ করেছে ইজরায়েলি সেনা (Israeli army)। হামাসকে (Hamas militants) উৎখাত করার লক্ষ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) নির্দেশে শুরু হওয়া ground operation-এ (ground operation) সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অন্তত ৭৮ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও অনেক বেশি।

ইজরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের দক্ষিণ দিকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত শহরে গড়ে ওঠা ভিড় এবং সীমিত পরিবহণের কারণে অনেকেই নিরাপদ এলাকায় যেতে পারছেন না।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশিত রিপোর্টে জানিয়েছে, গাজায় সাধারণ প্যালেস্টাইনিদের বিরুদ্ধে ইজরায়েল (Israel) গণহত্যা চালিয়েছে এবং এই অভিযান ইজরায়েলের শীর্ষ নেতৃত্ব অনুমোদিত। রিপোর্টে বলা হয়েছে, গাজায় চলমান সামরিক অভিযানের মধ্যে অন্তত ৮৫ শতাংশ এলাকা ইতিমধ্যেই নিয়ন্ত্রণে নিয়েছে ইজরায়েল এবং বাকি অংশ দখলের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গাজায় গত কয়েক মাস ধরে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইজরায়েলি বাহিনী। শহরের বহু বহুতল ভবন ধ্বংস হয়েছে এবং সাধারণ নাগরিকদের ওপর হামলার অভিযোগ আন্তর্জাতিক মহলেও উঠেছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে স্পষ্ট করা হয়েছে, এই হামলায় ইজরায়েলের শীর্ষ নেতৃত্ব সরাসরি ইন্ধন রয়েছে।

এদিকে, ইজরায়েলি সরকারের আরবি ভাষার মুখপাত্র আভিচে আদ্রে সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অভিযান আরও প্রসারিত করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং গাজায় মানবিক সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen