ট্রাম্পের নির্দেশের পরেও গাজায় ফের ইজরায়েলি হামলা! নিহত অন্তত ৭, অনিশ্চয়তার মুখে শান্তিপ্রক্রিয়া

October 4, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১২: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাবের পরেও গাজ়া ভূখণ্ডে ফের বোমা ফেলল ইজরায়েল। শনিবার সকালে চালানো এই হামলায় কমপক্ষে সাত জন প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে চার জন গাজ়া শহরের বাসিন্দা এবং দু’জন দক্ষিণ গাজ়ার খান ইউনিস এলাকার বাসিন্দা।

ট্রাম্প শুক্রবার Truth Social-এ একটি ভিডিও বার্তায় বলেন, “হামাসের সদর্থক প্রতিক্রিয়া দেখে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইজরায়েলকে এখনই গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে”। তাঁর এই ঘোষণার পরেই ইজরায়েলি সেনাবাহিনীকে সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয় বলে দাবি করেছে ইজরায়েলের সংবাদমাধ্যম।

তবে সেই নির্দেশ কার্যত উপেক্ষা করেই শনিবার সকালেই গাজায় নতুন করে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এই ঘটনায় শান্তিপ্রক্রিয়া ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ট্রাম্পের ২০ দফা শান্তিপ্রস্তাবে হামাস জানিয়েছে, তারা “জীবিত ও মৃত সব বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত”, তবে তার জন্য প্রয়োজনীয় মাঠপর্যায়ের শর্ত পূরণ করতে হবে।

ট্রাম্পের পরিকল্পনায় ৭২ ঘণ্টার মধ্যে বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে-২০ জন জীবিত ইজরায়েলি বন্দি এবং মৃতদের দেহ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে শতাধিক প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব রয়েছে। হামাস এই প্রস্তাবকে “উৎসাহজনক” বলে স্বাগত জানিয়েছে এবং আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইজরায়েলের সাম্প্রতিক হামলা কি শান্তিপ্রক্রিয়াকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে? গাজার আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সংখ্যা বাড়ছে এবং চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়ার মুখে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen