দিল্লি বিস্ফোরণের জের, আপাতত বাতিল ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফর

November 25, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫০: দিল্লিতে লালকেল্লার অদূরে বিস্ফোরণের পর থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই বিস্ফোরণের জেরেই আপাতত বাতিল হয়ে গেল ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফর। বছরের শেষ দিকে ভারতে আসার কথা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। কিন্তু শোনা যাচ্ছে, দিল্লি কাণ্ডের পর সফর পিছিয়ে দিয়েছেন নেতানিয়াহু।

ইজরায়েলের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পরিস্থিতি স্থিতিশীল না-হওয়া পর্যন্ত নেতানিয়াহু চলতি বছর ভারতে সফর করবেন না। সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, মোদীর সঙ্গে বৈঠকের জন্য নেতানিয়াহুর যে সফরসূচি তৈরি করেছিলেন তা আপাতত স্থগিত। উল্লেখ্য, এর আগে তিন দফায় নেতানিয়াহুর ভারত সফরের পরিকল্পনা করা হয়েছিল। বার বার সফর পিছিয়ে গিয়েছে নানা কারণে। এবারও দিল্লিকাণ্ডকে সামনে রেখে ভারত সফর পিছিয়ে দিলেন তিনি। ২০১৭ সালে মোদী তেল আভিভ সফর করেন, ২০১৮ সালের জানুয়ারিতে ভারত সফর করেছিলেন নেতানিয়াহু। এই সফর স্থগিত হওয়াকে ইজরায়েল-ভারত রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লিতে লালকেল্লার কাছে আই ২০ গাড়ি বিস্ফোরণ হয়। গাড়িতে বসেছিলেন আত্মঘাতী বোমারু চিকিৎসক উমর। উমরের সহযোগী চিকিৎসক মুজাম্মিল শাকিল এখন এনআইএ-র (NIA) হাতে। তদন্তে উঠে আসছে জইশের সঙ্গে যুক্ত ‘হোয়াইট কলার’ জঙ্গিগোষ্ঠীর একের পর এক তথ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen