Jadavpur University: ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তি, বিজ্ঞপ্তি জারি, মৃত ছাত্রীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কী বলা হয়েছে?

September 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে জলে ডুবেই মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের বছর ২১-এর ছাত্রীর। কিন্তু কীভাবে তিনি ৪ নম্বর গেটের কাছে আর্ট ইউনিয়ন রুম লাগোয়া জলাশয়ে পড়ে গেলেন, তার উত্তর এখনও অধরা। এছাড়াও আরও নানা খটকা ভাবাচ্ছে তদন্তকারীদের।

ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে পড়ুয়ারা ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন সকলে। সমালোচনার মুখে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। চাপে পড়ে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির কথা বলেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে তারা। শুক্রবার রাতে এই বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে চারচাকা ও দুই চাকার যান নিয়ে প্রবেশের ক্ষেত্রে পার্কিং স্টিকার লাগানো থাকতে হবে। শুধু তাই নয়, এমন জায়গায় লাগাতে হবে যাতে স্টিকার স্পষ্ট ভাবে দেখা যায়। যাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া স্টিকার থাকবে না, তাঁদের গাড়ির নম্বর, চালকের আইডি কার্ড, যাত্রীদের তথ্য জমা দিতে হবে নিরাপত্তারক্ষীদের কাছে। সন্ধ্যা ৭ থেকে সকাল ৭টা পর্যন্ত যে বা যাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইবেন তাঁদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র থাকতে হবে। যা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। যদি কোনও ব্যক্তির কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র না থাকে তাহলে তাঁকে তাঁর পরিচয়পত্র দেখাতে হবে। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন,সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে। এছাড়াও নেশাদ্রব্য নিয়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen