মোদী- শাহর দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী আচরণ করছেন রাজ্যপাল: যশোবন্ত সিনহা

শুধু রাজ্য প্রশাসন নয়, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণেরও সমালোচনা করেন তিনি।

May 13, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

আজ হেলিকপ্টারে করে কোচবিহারে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। নেমেই চড়া সুরে আক্রমণ শানান রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। রাজ্যের হিংসার জন্য মুখ্যমন্ত্রীর উস্কানিকেই দায়ী করেন ধনখড়। বলেন, বাংলা ছাড়াও ৪ রাজ্যে নির্বাচন হয়েছে, কোথাও রক্তপাত হয়নি। প্রচারে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের জেরেই হিংসা হয়েছে রাজ্যে।

শুধু রাজ্য প্রশাসন নয়, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণেরও সমালোচনা করেন তিনি। সম্প্রতি, হিংসা মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসা করে হাইকোর্ট। এই প্রেক্ষিতে এদিন উচ্চ আদালতের সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যপালের এহেন আচরণকে মোদী- শাহের লিখে দেওয়া স্ক্রিপ্ট- এর অংশ বলে উল্লেখ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি যশোবন্ত সিনহা। টুইট করে তিনি লেখেন, ‘মোদী- শাহের দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ীই আচরণ করছেন রাজ্যপাল। ওরা বাংলার নির্বাচনে ওদের পরাজয়কে মেনে নিতে পারেনি। রাজ্যপালের সংবিধানের প্রতি কোন শ্রদ্ধা নেই। ওরা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্তিতে থাকতে দেবে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen