কাটছে না অভিশাপ! ফের ওড়িশায় রেল দুর্ঘটনা, মৃত ৬, আহত ২

প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচে আশ্রয় নেন ৪ শ্রমিক ৷

June 7, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
কাটছে না অভিশাপ!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সেই ওড়িশায় ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা৷ এবার মালগাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল ৬ শ্রমিকের৷ দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরে৷

প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচে আশ্রয় নেন শ্রমিকরা ৷ কিন্তু প্রবল ঝড়ে আচমকাই মালগাড়িটি গড়িয়ে যেতে শুরু করে৷ তখনই তাঁর চাকার নীচে পিষ্ট হন তাঁরা৷ এর জেরে মাঝপথেই দীর্ঘক্ষণ আটকে থাকল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস৷

এদিকে বুধবার হাওড়া স্টেশন ছাড়ার কিছু ক্ষণ পর হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে বিকেল সাড়ে ৫টা থেকে ট্রেনটি বামনগাছির কাছে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল।

দুর্ঘটনার পর আজ আবার শালিমার থেকে চলতে শুরু করা করমণ্ডল এক্সপ্রেসেও হালকা সমস্যা হয়। শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen