পুজোর প্যাকেজ ট্যুর শুরু করল NBSTC-র জলপাইগুড়ি ডিপো

২০ জনের দলটিকে বোদাগঞ্জ, গজলডোবা, ওদলাবাড়ি, ডামডিম, মিনগ্লাস চা বাগান, গোরুবাথান হয়ে লাভা নিয়ে যাওয়া হয়।

September 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
পুজোর প্যাকেজ ট্যুর শুরু করল NBSTC-র জলপাইগুড়ি ডিপো। ফাইল ছবি। সৌজন্যে: millenniumpost

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এনবিএসটিসি’র জলপাইগুড়ি ডিপো শনিবার থেকে পুজোর প্যাকেজ ট্যুর শুরু করল। ২০ জন পর্যটকের একটি দল সকাল ৭টায় এনবিএসটিসি’র জলপাইগুড়ি ডিপো থেকে লাভার উদ্দেশ্যে রওনা দিল। খাওয়াদাওয়া থেকে রাত্রিবাস, সব ব্যবস্থা করেছে নিগম। খুশি যাত্রীরাও।

গত মার্চে জলপাইগুড়ি ডিপো থেকে শেষবার ‘সবুজের পথে হাতছানি’ নামে প্যাকেজ ট্যুর হয়েছিল। পুজোকে সামনে রেখে ফের ওই ট্যুর চালু হল। জানা গিয়েছে, প্যাকেজ ট্যুরের বাসে ২৭ জনের সিট থাকে। ২০ জনের দলটিকে বোদাগঞ্জ, গজলডোবা, ওদলাবাড়ি, ডামডিম, মিনগ্লাস চা বাগান, গোরুবাথান হয়ে লাভা নিয়ে যাওয়া হয়। কালিম্পংয়ের ডেলো হয়ে লাভাতে রাত্রিবাস। আজ, রবিবার ঋষভ, সাঙ্গেখোলা ঘুরিয়ে নিয়ে আসা হবে জলপাইগুড়ি। তিনবেলা খাওয়া ও হোটেল খরচ মিলিয়ে ট্যুরে জন প্রতি আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কোচবিহারের পর এবার আলিপুরদুয়ারেও চালু ‘পিঙ্ক পেট্রোল’

অন্ততপক্ষে, ২০ জন না হলে প্যাকেজ করা হবে না। যাত্রী হলেই পরবর্তী গন্তব্য ও তারিখ জানিয়ে দেবে নিগম। শনি-রবি দুটো ছুটির দিনে ঘোরার সুযোগ পেয়ে পর্যটকেরা খুশি। এ উদ্যোগ দারুণ সাড়া ফেলবে পুজোয়, এমনই আশা এনবিএসটিসি কর্তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen