Wimbledon Final : উইনার সিনার! হ্যাটট্রিকের হাতছানি অধরাই রইল আলকারাজের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:১০: ফরাসি ওপেনের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন জানিক সিনার (Jannik Sinner)। উইম্বলডনে হ্যাটট্রিকের হাতছানি অধরাই রইল কার্লোস আলকারাজের (Carlos Alcaraz)। রবিবার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক ঘটালেন বিশ্বের এক নম্বর। টানা তিন সেট দখল করে প্রথমবারের জন্য উইম্বলডন জিতলেন ইতালীয় তারকা। ২৩ বছর বয়সির পক্ষে ম্যাচের ফল ৪-৬, ৬-৬, ৬-৪, ৬-৪। উল্লেখ্য, এর আগে ইতালির কেউ উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হননি।
ফরাসি ওপেনের ফাইনালেও সার্ভিস করতে গিয়ে এক সময় ৪০-০ এগিয়েছিলেন সিনার। সেখান থেকে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে ট্রফি নিয়ে গিয়েছিলেন আলকারাজ। কিন্তু উইম্বলডনে তার পুনরাবৃত্তি হল না। এ বারও ৪০-০ এগিয়ে থেকে একটি পয়েন্ট খুইয়েছিলেন আলকারাজের কাছে। কিন্তু এমন একটা ‘এস’ সার্ভিস মারলেন যার কোনও জবাব ছিল না আলকারাজের কাছে। দু’হাত দু’পাশে ছড়িয়ে কিছু ক্ষণ দর্শকদের অভিবাদন গ্রহণ করেন সিনার। এর পর হাঁটু মুড়ে র্যাককেটে মাথা ভর দিয়ে কোর্টেই কিছু ক্ষণ বসে থাকেন। দু’বার হাতের তালু দিয়ে কোর্টের ঘাস চাপড়েই চলে যান গ্যালারিতে কোচেদের কাছে।
আগের পাঁচ সাক্ষাতেই আলকারাজের কাছে হেরেছিলেন সিনার। সবচেয়ে বেদনাদায়ক অবশ্য গত মাসেই ফরাসি ওপেনের ফাইনালের পরাজয়। দু’সেট এগিয়ে থেকে তিনবার চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সামনে দাঁড়িয়েও হারতে হয়েছিল তাঁকে। সেই যন্ত্রণায় অবশেষে পড়ল মলম। কেরিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার। তিনি এখন আলকারাজের চেয়ে মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম ( Grand Slam) পিছনে। আগামী দিনেও আলকারাজ-সিনারের দ্বৈরথের দিকেই চোখ থাকবে টেনিস সার্কিটের সেকথা বলাই যায়।
এদিন সেন্টার কোর্টে সিনার যেভাবে শুরু করেছিলেন, তাতে তাঁর ক্ষেত্রে কথাটা সত্যি নয়। প্রথম গেম পয়েন্টটা ঢুকেছিল আলকারাজের ঝুলিতে। সেখানে থেকে টানা তিনটি গেম জিতে কামব্যাক শুরু করেছিলেন সিনার। কিন্তু তারপর যেন আচমকাই খেই হারান। ফরাসি ওপেনের ফাইনালেও ঠিক একই ভুল করেছিলেন, ম্যাচের রাশ হঠাৎ হাতছাড়া করেছিলেন। উইম্বলডনের প্রথম সেটের মতো এবারও শুরুতে বাজিমাত করলেন আলকারাজ। সিনারের একের পর এক ‘আনফোর্সড এরর’-এর সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন।
দ্বিতীয় সেটে সিনার আর কোনো ভুল করেননি। আলকারাজের ক্ষিপ্রতা, ফিটনেস বেশি। কোর্টের সব জায়গা জুড়ে খেলতে পারেন। সেখানে প্রথম থেকেই সিনার জোর দিচ্ছিলেন বেসলাইন থেকে খেলার। আলকারাজ তাঁকে ছুটিয়ে মারেন, ইটালিয়ান তারকা একাধিকবার কোর্টের মধ্যে পড়েও যান। কিন্তু তাতেও প্রথম সেটের মতো ভুলগুলো করেননি। বরং একের পর এক জোরালো ব্যাকহ্যান্ডে আলকারাজকে নাস্তানাবুদ করে দেন। সেভাবেই দ্বিতীয় সেট জেতেন ৬-৪ ব্যবধানে। স্প্যানিশ তারকাকে ব্রেক করার পাশাপাশি নিজের সার্ভিসও ধরে রাখেন। তৃতীয় সেট যেন এরই পুনরাবৃত্তি। এবারও সিনার সেট জেতেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ সেটে তবু মনে হচ্ছিল আলকারাজ কামব্যাক করতে পারবেন। কিন্তু এবারও শেষ হাসি সিনারের। ৬-৪ ব্যবধানে এই সেটও জিতে প্রথমবারের জন্য উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন তিনি।