বুর্জ খলিফায় JawanTrailer, কবে জানুন

এই নিয়ে এই বছরে দ্বিতীয়বার শাহরুখ খানের কোনও সিনেমার ট্রেলর লঞ্চ হবে বুর্জ খলিফায়।

August 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপারস্টার শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে দুবাইয়েরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শাহরুখ খান ভক্ত সহ সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষায় JawanTrailer-র।

গতকাল সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে নিজেই জানিয়ে দিলেন ৩১ আগস্ট, বুর্জ খলিফায় Jawan ছবির ট্রেলর দেখানো হবে। তিনি নিজে যাবেন দুবাইয়ের বুর্জ খলিফায় এবং ঠিক রাত ৯টায় দেখানো হবে। ফ্যানদের সেদিন লাল রঙের ড্রেস পরে উপস্থিত থাকার অনুরোধ করেছেন বাদশাহ শাহরুখ খান। তিনি ঠিক কি লিখেছেন দেখে নিন – “জওয়ান কা জশন ম্যঁয় আপকে সাথ না মানাউ ইয়ে হো নহি সকতা….আ রাহা হুঁ ম্যঁয় বুর্জ খলিফা অন ৩১ অগাস্ট অ্যাট ৯ পি এম…অ্যান্ড সেলিব্রেট ‘জওয়ান’ উইথ মি…এবং যেহেতু পৃথিবীতে ভালোবাসাই সবচেয়ে সুন্দর এক অনুভূতি….তো প্যায়ার কে রংমে রং জাও…সবাই মেতে উঠুন লাল রংয়ে…আপনি কী বলেন…? রেডি ই ই ই…!!”

এই নিয়ে এই বছরে দ্বিতীয়বার শাহরুখ খানের কোনও সিনেমার ট্রেলর লঞ্চ হবে বুর্জ খলিফায়। এর আগে তাঁর Pathaan সিনেমার ট্রেলর দেখানো হয় ওখানে।

আজ NotRamaiyaVastavaiya গানের শেষে ট্রেলর লঞ্চের দিন ঘোষণা করে দিয়েছে Jawan টিম।

চেন্নাইয়ে ৩০ আগস্ট Jawan টিম একটা বড় অনুষ্ঠান রেখেছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen