‘বেটে কো হাত লাগানেসে প্যাহলে বাপ সে বাত কার’ – কাকে বললেন SRK?

অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত JawanTrailer।

August 31, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
‘বেটে কো হাত লাগানেসে প্যাহলে বাপ সে বাত কার’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত JawanTrailer। বেলা ১১:৫৬-তে ২ মিনিট ৪৬ সেকেন্ডের ট্রেলর মুক্তি দিয়ে ধামাকা করলেন সুপারস্টার শাহরুখ খান।

Atlee এর সিনেমায় মানেই অ্যাকশন। Jawan-র ট্রেলরে ভরপুর অ্যাকশন সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক – শাহরুখ ভক্ত থেকে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে করে দিয়েছে এই ট্রেলর। পরতে পরতে সাসপেন্স আছে এই ট্রেলরে। দ্বৈত চরিত্রে আছেন সুপারস্টার শাহরুখ খান। কিন্তু একটুও দর্শক বুঝতে পারবে না ঠিক গল্প কি! গল্প জানার জন্য অবশ্যই ৭ই সেপ্টেম্বর নিকটবর্তী হলে যেতে হবে আপনাদের।

সোশ্যাল মিডিয়ায় বড় ঝড় উঠে গেছে। কয়েক ঘন্টায় ৫.৩ মিলিয়ন ভিউজ হয়ে গেছে। সকলে বলছে ট্রেলর ওফ দা সেঞ্চুরি। এই ট্রেলরে আরও একটি দৃশ্য আছে যেখানে সুপারস্টার শাহরুখ খান বলেছেন, ‘বেটে কো হাত লাগানেসে প্যাহলে বাপ সে বাত কার!’ এটা কি নিছকই সংলাপ নাকি ছেলে আরিয়ান খানের প্রতি অন্যায়ের জবাব Jawan সিনেমার মাধ্যমে? অনেকেই বলছেন এটা সেই অন্যায়ের জবাব আবার কিছুজন বলছেন নিছকই সংলাপ। আপনাদের কি মনে হয়?

শাহরুখ খানের ভক্তরা বলছে গুরু নিজের কাজ করে দিয়েছে এবার তাদের দায়িত্ব প্রচারকে আরও তুঙ্গে নিয়ে যেতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen