বিশ্ব ব্যাপী ১১০৩.২৭ কোটি আয় করে বিশ্বরেকর্ড Jawan-র

সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।

October 7, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
বিশ্ব ব্যাপী ১১০৩.২৭ কোটি আয় করে বিশ্বরেকর্ড Jawan-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে শাহরুখ খানের Jawan। সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।

Pathaan সিনেমার রেকর্ড ভেঙে গোটা বিশ্ব ব্যাপী Jawan এখনও পর্যন্ত আয় করেছে ১১০৩.২৭ কোটি টাকা। ভারতীয় নেট বক্স অফিসে আয় ৬১৯.৯২ কোটি যার মধ্যে হিন্দিতে ৫৬০.০৩ কোটি, অন্যান্য ভাষায় ৫৯.৮৯ কোটি। ভারতীয় গ্রস বক্স অফিসে Jawan আয় করেছে ৭৩৩.৩৭ কোটি টাকা। বিদেশের গ্রস বক্স অফিসে আয় করেছে ৩৬৯.৯০ কোটি টাকা।

Jawan সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু, প্রিয়ামনি, বিজয় সেতুপাতি, দীপিকা পাড়ুকোন, লেহের খান ও প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Jawan প্রথম ভারতীয় ছবি যা মিডিল ইস্টে ১৬ মিলিয়ন আয় করে এক নম্বরে আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen