জন্মদিনে একা জয়া বচ্চন, বিষন্ন অমিতাভ

গত ৯ই এপ্রিল ছিল জয়া বচ্চনের জন্মদিন। তবে এবছর জন্মদিনটা পরিবারের থেকে দূরে একাই কাটালেন জয়া বচ্চন। লকডাউনে দিল্লিতে আটকে অভিনেত্রী। তবে মায়ের জন্মদিনে স্পেশ্যাল বার্থ ডে উইশ এল তাঁর দুই সন্তান অভিষেক ও শ্বেতার তরফে। অভিষেক তাঁর ইনস্টাগ্রামে পোস্টে জানিয়েছেন গোটা পরিবার মুম্বইয়ে এই বিশেষ দিনে আরও বেশি করে মিস করছে জয়াকে।

April 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত ৯ই এপ্রিল ছিল জয়া বচ্চনের জন্মদিন। তবে এবছর জন্মদিনটা পরিবারের থেকে দূরে একাই কাটালেন জয়া বচ্চন। লকডাউনে দিল্লিতে আটকে অভিনেত্রী। তবে মায়ের জন্মদিনে স্পেশ্যাল বার্থ ডে উইশ এল তাঁর দুই সন্তান অভিষেক ও শ্বেতার তরফে। অভিষেক তাঁর ইনস্টাগ্রামে পোস্টে জানিয়েছেন গোটা পরিবার মুম্বইয়ে এই বিশেষ দিনে আরও বেশি করে মিস করছে জয়াকে।

এদিন ইনস্টাগ্রামে মায়ের ৭২তম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন জুনিয়ার বি। তিনি জানান, অন্য শহরে থাকায় মায়ের অভাব কতটা বোধ করছেন তিনি। 

মা’কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই অমিতাভ-জয়া তনয়া শ্বেতা বচ্চন নন্দাও। জয়া, অভিষেকের সঙ্গে নিজের মেয়েবেলার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামের দেওয়ালে বচ্চন কন্যা ই ই কামিন্সের কবিতা উদ্ধৃত করে লেখেন-‘ আমি তোমার হৃদয়টা আমার সঙ্গে বহন করি (আমার হৃদয়ের মধ্যে)….’

দুই সন্তানের পাশাপাশি অমিতাভ বচ্চনও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর পত্নী জয়া বচ্চনকে। টুইট বার্তায় এদিন অনুরাগীদের জয়ার তরফে ধন্যবাদ জানালেন বিগ বি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen