জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বের অবসান! অভিমান ছেড়ে শেষমেশ মিলেই গেলেন আর্য্য-অপর্ণা
ধারাবাহিকের দুই প্রধান চরিত্রাভিনেতা কয়েক দিন ধরে লড়ছিলেন একে অপরের বিরুদ্ধে। এমন ঘটনা বাংলা ধারাবাহিকের সেটে বেশ বিরল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৯: শুক্রবার সন্ধ্যায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করলেন – “প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।” এই একটা পোস্ট বুঝিয়ে দিল সহঅভিনেতা জীতু কামালের সঙ্গে গত কয়েকদিন ধরে যে ছায়াযুদ্ধ চলছিল তার অবসান হয়েছে। স্বস্তিতে সিরিয়াল নির্মাতা থেকে পরিচালক। স্বস্তিতে দর্শকরাও। কারণ নায়ক-নায়িকার এই সম্পর্কের টানাপোড়েনে বন্ধ হতে বসেছিল ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’।
যে কোনও ধারাবাহিকের চিত্রনাট্যের মতোই টানটান হয়ে উঠেছিল জীতু- দিতিপ্রিয়ার অফ স্ক্রীন বাদানুবাদ। ধারাবাহিকের দুই প্রধান চরিত্রাভিনেতা কয়েক দিন ধরে লড়ছিলেন একে অপরের বিরুদ্ধে। এমন ঘটনা বাংলা ধারাবাহিকের সেটে বেশ বিরল।
একটা ভাইরাল ছবি ও পরবর্তীতে সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়া একটা স্ক্রিনশট বদলে দিয়েছে অফস্ক্রিন সম্পর্কের রসায়ন। সোমবার রাতে দিতিপ্রিয়া একটি পোস্টে দাবি করেন, জিতু তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তায় আপত্তিকর বক্তব্য করেছেন যা কোনও মেয়ের পক্ষে অসম্মানজনক। সেলফ ডিফেন্সে পাল্টা একটা লম্বা পোস্ট আর স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেতা। যেখানে প্রাথমিকভাবে তিনি অভিনেত্রীর ফোন নাম্বারটিও প্রকাশ করে ফেলেন।পরবর্তীতে সেটা অবশ্য এডিট করা হয়। এই ঘটনায় জল এত দূর গড়ায় যে শেষ পর্যন্ত সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ার মত পরিস্থিতি দেখা যায়।
এই পর্যায়ে নির্মাতা সংস্থা SVF দুপক্ষের সঙ্গেই আলাদাভাবে বৈঠক করে। জিতু কামালের সঙ্গে যান আইনজীবী অয়ন চক্রবর্তী। জিতু নির্মাতা সংস্থাকে জানান, তিনি ব্যক্তিগত জীবন এবং পেশাদারী ক্ষেত্রকে আলাদা রাখতে চান। কোনও অবস্থাতেই সেটাকে এক করে ফেলার পক্ষপাতী নন অভিনেতা। এই পরিস্থিতিতে দুজনকেই বলা হয় সোশ্যাল মিডিয়া থেকে এই সংক্রান্ত সব পোস্ট তুলে নিতে। তবে জিতু জানান, যেহেতু প্রথম পোস্ট দিতিপ্রিয়াই করেছিলেন, সুতরাং তাঁকেই আগে পোস্টটি তুলে নিতে হবে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়ার দু লাইনের ছোট পোস্ট দেখা যায়।
বলা হয় ‘শেষ ভাল যার, সব ভাল তার ‘ – সব বিতর্ক মিটিয়ে পর্দার আর্য্য – অপর্ণা আবারও এক হয়েছে জেনে দর্শকরাও স্বস্তির নিশ্বাস ফেলেছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় তাঁদের প্রেমের রসায়ন দেখার জন্য।