স্মৃতির পরিবারের ‘কঠিন সময়ে’ পাশে থাকতে WBBL থেকে সরে দাঁড়ালেন জেমিমা

November 27, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: ব্রিসবেন হিট এবার আনুষ্ঠানিক ভাবে জানিদিলো, ভারতের তারকা ক্রিকেটার জেমিমা রড্রিগেজ আর চলতি WBBL মরশুমে খেলতে ফিরবেন না অস্ট্রেলিয়ায়। সতীর্থ স্মৃতি মন্ধানার বিয়ের অনুষ্ঠানের জন্য জেমি দেশে ফেরেন ১০ দিন আগে। সেই বিয়ে পিছিয়ে যায় স্মৃতির বাবার অসুস্থতার কারণে। এমন পরিস্থিতিতে জেমিমা সিদ্ধান্ত নিয়েছেন ভারতেই স্মৃতির পরিবারের পাশে থাকার।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো হচ্ছে। ব্রিসবেন হিটের সিইও টেরি স্বেনসন বলেন, “এটা জেমির জন্য কঠিন সময়। যদিও ও আর ফিরতে পারছে না, তবুও এই সিদ্ধান্তে আমরা পুরোপুরি সমর্থন করেছি। স্মৃতি ও তার পরিবারের জন্য আমাদের শুভেচ্ছা রইল।”

জেমিমা জানান, তিনি ফিরতে না পারায় হতাশ হলেও দলের সমর্থন ও সমঝোতার জন্য তিনি কৃতজ্ঞ। ইতিমধ্যে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তিনি দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

এই মরশুমে ব্রিসবেন হিট এখনো জয়ের মুখ দেখেনি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ বলে হারের পর এবার তাদের লক্ষ্য অ্যাডিলেড ওভালে সিডনি সিক্সার্সের বিরুদ্ধে ম্যাচ।

দলে ফেরত আসছেন অলরাউন্ডার গ্রেস হ্যারিস, যাকে আগেই বিশ্রামে রাখা হয়েছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। তিনি স্কোয়াডে ফিরেছেন লিলি ব্যাসিংথওয়াইটের জায়গায়।

মরশুমের প্রথম জয় পাওয়ার লড়াইয়ে এবার জেমিকে ছাড়াই নতুন চ্যালেঞ্জে নামছে ব্রিসবেন হিট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen