দিল্লির দূষণে হতবাক জন্টি রোডস, প্রাক্তন তারকা ক্রিকেটারের প্রশ্নে মুখ পুড়ল রাজধানীর

November 10, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:০০: শীতের আগমনের সঙ্গে সঙ্গেই আবারও বাড়ছে রাজধানী দিল্লির দূষণের মাত্রা। রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪০০ ছাড়িয়ে গিয়ে ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। শহরজুড়ে ধোঁয়াশা আর বিষাক্ত বাতাসে নাজেহাল সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে অনেকে নিজেদের এয়ার পিউরিফায়ারের ছবি শেয়ার করে ক্ষোভ উগরে দিচ্ছেন— কয়েক দিনের মধ্যেই যে ফিল্টারগুলো কালো হয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস। ভারতে দীর্ঘদিন ধরে বসবাসরত রোডস এক্স (X)-এ দুটি ছবি পোস্ট করে দিল্লি ও গোয়ার বায়ুমানের বিশাল পার্থক্য দেখান। তিনি লেখেন, “রাঁচি যাওয়ার পথে দিল্লি পেরোচ্ছিলাম। এখানে বাতাসের মান দেখে মন খারাপ হয়ে গেল। দক্ষিণ গোয়ার ছোট মাছধরা গ্রামে থাকতে পারছি, এজন্য নিজেকে ভাগ্যবান মনে হয়।”

অন্য এক পোস্টে তিনি জানান, গোয়ায় তাঁর সন্তানরা অবাধে মাঠে ফুটবল খেলতে পারে, কিন্তু দিল্লিতে ডাক্তাররা ঘরে থাকারই পরামর্শ দেন। রোডসের এই প্রশ্ন— “শীতকালে দূষণ রোধে আসলে কী করা যায়?”— এখন নতুন করে চিন্তার বিষয় হয়ে উঠেছে সবার কাছে।

দিল্লির ধোঁয়ায় ঢেকে থাকা সূর্যের হয়তো দেখা মেলে না, কিন্তু জন্টির মতো অনেকেই এখন জানতে চাইছেন ‘কবে স্বচ্ছ আকাশ ফিরবে রাজধানীতে?’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen