JU Student Death: কী ঘটেছিল বৃহস্পতিবার রাতে? পুলিশের নজরে তিনটি সিসি ক্যামেরার ফুটেজ

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৩০: বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) চার নম্বর গেটের সামনের ঝিল থেকে উদ্ধার হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিক মণ্ডলের দেহ। কীভাবে তাঁর মৃত্যু হল? এখনও কারণ অজানা। যাদবপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। চার নম্বর গেটের সামনের তিনটি সিসি ক্যামেরায় নজর রয়েছে তদন্তকারীদের। কী ঘটেছিল রাতে, তা ধরা পড়তে পারে ক্যামেরায়।

ইতিমধ্যেই মৃতা ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ, শুক্রবার ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করতে পারে ফরেন্সিক দল। অনামিকা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তাঁর বাড়ি বেলঘরিয়া নিমতা এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ছিলেন অনামিকা। চার নম্বর গেটের কাছে ইউনিয়ন রুমের পাশ দিয়ে ঝিলপাড় বরাবর একটি সরু রাস্তা রয়েছে। সেখান দিয়ে গেলে শেষ প্রান্তে রয়েছে দু’টি শৌচাগার। অনামিকা সেদিকে গিয়েছিলেন কি-না, পুকুরে পড়ে গিয়েছেন না-কি, খতিয়ে দেখা হচ্ছে। রাত ১০টা ২০ নাগাদ তাঁকে পুকুরের জলে ভাসতে দেখেন ক্যাম্পাসে উপস্থিত ছাত্রছাত্রীরা। তারপর তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। সেখানে অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট দিয়ে ঢুকে বামদিকে কলা বিভাগের বিল্ডিংয়ে রয়েছে ইংরেজি বিভাগ। বিল্ডিংয়ের মুখে একটি সিসি ক্যামেরা রয়েছে যার অভিমুখ চার নম্বর গেটের দিকে। সিকিউরিটি রুমের কাছে একটি সিসি ক্যামেরা রয়েছে এবং কলা বিভাগের দিকে রয়েছে আরও একটি সিসি ক্যামেরা। বিশ্ববিদ্যালয় চত্বরে রাতে কী ঘটেছিল, তা এই ক্যামেরায় ধরা পড়ে থাকতে পারেই বলে মত পুলিশের। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen