July 21 Martyr’s Day rally: রাস্তায় সমস্যায় পড়লেই ফোন করুন, Helpline নম্বর দিলেন পুলিশ কমিশনার

শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের কোনও সমস্যা হলে তাৎক্ষণিক সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

July 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
লালবাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৮: ধর্মতলায় শহিদ দিবসের সমাবেশ ঘিরে শহরে বিশাল জনসমাগমের সম্ভাবনা। ২১ জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ দিবসের সমাবেশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কী বার্তা দেন, তা ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। সমর্থকদের আগমন সংখ্যা এবার অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা থাকায়, কলকাতা হাইকোর্ট শহরের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে কলকাতা পুলিশকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

এই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (manoj verma) জানিয়েছেন, শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের কোনও সমস্যা হলে তাৎক্ষণিক সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি তিনটি জরুরি যোগাযোগ নম্বরও প্রকাশ করেছেন।

সতর্কতা ও নজরদারির পরিকাঠামো

  • শহরের বিভিন্ন প্রান্তে রাখা থাকবে অন্তত ১৮টি অ্যাম্বুল্যান্স।
  • মিছিলের ভিড় নিয়ন্ত্রণে থাকবে বাঁশের গেট, ব্যারিকেড, ভিউ কাটার।
  • কিছু জায়গায় বসানো হতে পারে জায়ান্ট স্ক্রিন।
  • সভামঞ্চ সংলগ্ন এলাকায় মোতায়েন থাকবে তিনটি কুইক রেসপন্স টিম (QRT)।
  • প্রতিটি বড় মিছিলে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার।
  • সভাস্থল চত্বরে মোট ১৪টি জোন তৈরি করে সেখানে আইপিএস পদমর্যাদার অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে।
  • শহরের মেট্রো স্টেশনেও মোতায়েন থাকবেন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসাররা।
  • সব এলাকায় থাকছে আইপিএস ও অফিসার ইন চার্জ পর্যায়ের পুলিশকর্তাদের নেতৃত্বে নিরাপত্তা টিম।

পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, রাস্তায় কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা যাবে কলকাতা পুলিশের সঙ্গে। তিনটি নম্বর জানানো হয়েছে:

  • টোল-ফ্রি হেল্পলাইন: ১০৭৩
  • মোবাইল নম্বর: ৯৮৩০৮১১১১১ / ৯৮৩০০১০০০০

পুলিশ কমিশনার আরও বলেন, “প্রত্যেকটি থানাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, আমরা তার সবটাই বাস্তবায়ন করছি। রাস্তায় ট্র্যাফিক গার্ডে থাকা পুলিশ কর্মীদের সাহায্য চাইতে পারবেন নাগরিকরা।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen