‘জাস্টিফায়েড কথা বলেছি বলেই…’, ঋতিকাকে কটাক্ষ হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৫: বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক যেন থামছেই না। হিরণের সঙ্গে বিয়ের প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে সমাজমাধ্যমে পোস্ট দিয়েছিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। কিন্তু ২৪ ঘণ্টা কাটার আগেই সেই পোস্ট মুছে ফেলেন তিনি। আর এই ঘটনাকেই নিজের জয়ের ইঙ্গিত হিসেবে দেখছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।

ঋতিকার পোস্ট মুছে দেওয়া প্রসঙ্গে অনিন্দিতা সংবাদমাধ্যমকে বলেন, “আমার কথাগুলো যে সত্যি ছিল, তা বোঝা যাচ্ছে তো! জাস্টিফায়েড কথা বলেছি বলেই পোস্ট মুছে দিয়েছেন। ঋতিকা তো সামাজিক অপরাধ করেছেন। উনি নিজের পোস্টে লিখেছিলেন, ‘বেনারসের মতো পবিত্র জায়গায়, গঙ্গা মায়ের সামনে, পবিত্র বিধিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে।’ আমার তো মনে হয়, শিবজি আমার উপরেই সন্তুষ্ট বেশি। তাই সব তথ্যপ্রমাণ দিয়ে আমি সঠিক প্রমাণ দিতে পারছি।”

ইতিমধ্যেই আনন্দপুর থানায় হিরণ এবং ঋতিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিন্দিতা ও তাঁর মেয়ে নিয়াসা। অনিন্দিতার দাবি, ২৫ বছরের দাম্পত্য জীবনে তাঁদের এখনও আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। তাই হিরণের এই দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ অবৈধ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বারাণসীতে বিয়ের ছবি শেয়ার করলেও বিতর্কের মুখে হিরণ তা মুছে দেন। বর্তমানে হিরণ ও ঋতিকা দুজনেই এই বিষয়ে নীরব। বিজেপির তরফেও বিষয়টিকে বিধায়কের ‘ব্যক্তিগত বিষয়’ বলে এড়িয়ে যাওয়া হয়েছে। আইনি পথেই এর মোকাবিলা করবেন বলে জানিয়েছেন অনিন্দিতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen