কুনাল কামরা আদালত অবমাননার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি চন্দ্রচূড়

প্রধান বিচারপতি চন্দ্রচূড় সেই বেঞ্চের নেতৃত্বে ছিলেন যা অর্ণব গোস্বামীকে জামিন দেয়।

January 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই.চন্দ্রচূড় বৃহস্পতিবার স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।

কামরার বিরুদ্ধে মামলাগুলোর একটি হল সাংবাদিক অর্ণব গোস্বামীকে জামিন দেওয়ার জন্য শীর্ষ আদালতের ২০২০ সালের নভেম্বরের সিদ্ধান্তের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কামরার করা মন্তব্য।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় সেই বেঞ্চের নেতৃত্বে ছিলেন যা অর্ণব গোস্বামীকে জামিন দেয়।

আইনের ছাত্র শ্রীরঙ্গ কাটনেশ্বরকরের দায়ের করা অবমাননার আবেদনগুলি কামরা তার হলফনামায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

কামরা বলেছিলেন সুপ্রিম কোর্টের জনগণের উপর আস্থা রাখা উচিত যে টুইটারে তার করা কয়েকটি রসিকতার ভিত্তিতে তাদের মতামত তৈরি না করার জন্য। কামরা বলেছিলেন যে অসহিষ্ণুতার ক্রমবর্ধমান সংস্কৃতিতে কমেডি বা স্যাটায়ারের জন্য “অপরাধ করা” অনেক প্রিয় ইনডোর স্পোর্টে পরিণত হয়েছে। তিনি ক্ষমা চাইতে বা তার টুইট প্রত্যাহার করতে অস্বীকার করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen