দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত

November 24, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: আজ, সোমবার ভারতের ৫৩ তম প্রধান বিচারপতি (53rd Chief Justice of India) হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। বিচারপতি সূর্য কান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হিন্দিতে শপথগ্রহণ করেছেন তিনি। রাষ্ট্রপতিভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।

কেন্দ্রীয় আইনমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিআর গাভাই, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, বিভিন্ন দেশের বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। বিচারপতি সূর্য কান্তের পরিবারের সদস্যরাও ছিলেন।

শপথগ্রহণ করার পর তিনি মা, বাবা ও পরিবারের গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সূর্য কান্তের স্কুল কলেজের বন্ধু, শিক্ষক, গ্রামের পড়শি মিলিয়ে প্রায় হাজার জন উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। এঁদের মধ্যে ২৩৫ জন রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন। বাকিরা সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বসে দেখেছেন শপথ গ্রহণ অনুষ্ঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen