সোমবার ভারতের চিফ জাস্টিস পদে শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত

November 23, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: আজই প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বিআর গভইয়ের। আগামীকাল অর্থাৎ সোমবার দেশের ৫৩ তম প্রধান বিচারপতি (chief justice of India) হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন সূর্য কান্ত (Surya Kant)। উল্লেখ্য, তিনি এক বছর দু’মাস ওই পদে বহাল থাকবেন। আগামী ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হবে।

২৪ নভেম্বর সোমবার সূর্য কান্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে ছয় দেশের প্রধান বিচারপতি। উপস্থিত থাকবেন ভুটানের প্রধান বিচারপতি লিওঁপো নরবু শেরিং, কেনিয়ার প্রধান বিচারপতি মার্থা কুমে, কেনিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি সুসান নজোকি, মালয়েশিয়ার ফেডারেল কোর্টের বিচারপতি দাতুক নলিনী পদ্মনাথন, মরিশাসের প্রধান বিচারপতি বিবি রেহানা মুংলি গুলবুল। নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের সঙ্গে নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা এবং নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অনিল কুমার সিনহা উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রধান বিচারপতি পি পদ্মান সুরেসেন, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের বিচারপতি এস থুরাইরাজা পিসি এবং বিচারপতি এএইচএমডি নওয়াজ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মে থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে রয়েছেন বিচারপতি সূর্য কান্ত। ৩৭০ ধারা লোপ, রাষ্ট্রদ্রোহ আইন, নির্বাচনী বন্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় প্রধান বিচারপতির বেঞ্চের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন সর্য কান্ত। এবার তিনি দেশের প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen